• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে পাচার হচ্ছিল সরকারি চাল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

টাঙ্গাই‌লের ভূঞাপুর খাদ্য গুদাম থে‌কে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচা‌রকা‌লে একটি ট্রাক জব্দ করেছেন ইউএনও ইশরাত জাহান। ওই ট্রাকে ১৪ মে‌ট্রিক টন চাল ছিল। মঙ্গলবার (১৩ এ‌প্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

জানা গে‌ছে, ভূঞাপুর গুদাম থে‌কে দুপু‌রে ১০ টাকা কে‌জির চাল ট্রাক‌যো‌গে পার্শ্বব‌র্তী ঘাটাই‌ল উপজেলার এক‌টি রাইস মি‌লে বি‌ক্রির জন্য নিয়ে যাওয়া হয়। প‌রে পুনরায় বিকেলে আ‌রেক‌টি ট্রাকে চাল‌বোঝাই ক‌রা হয়।

ত‌বে ওই চাল উপ‌জেলার গাবসারা ইউ‌নিয়‌নের ডিলার নজরুল, ফরহাদ ও দিলী‌প না‌মের তিনজ‌নের। গুদাম থে‌কে সরকা‌রি চাল পাচা‌রের সময় সেখানকার সি‌সি‌টি‌ভির ক্যামেরাগু‌লো বন্ধ ছিল।

ট্রাকচালক জানান, এর আ‌গে গুদাম থে‌কে এক‌ ট্রাক চাল ঘাটাইলে নেওয়া হ‌য়।

ভূঞাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হো‌সেন জানান, ট্রা‌কের চাল ঘাটাইলে নেওয়া হচ্ছিল। চালের ডিলার নজরুল, ফরহাদ ও দিলীপ। যারা খাদ্যবান্ধব কর্মসূচির ১০ কেজি টাকার চা‌লের ডিলার। ত‌বে তি‌নি চা‌লের কোনো ডিও দেখা‌তে পা‌রেন‌নি। 

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ব‌লেন, ট্রাকভ‌র্তি চাল জব্দ করা হ‌য়ে‌ছে। চালগু‌লোর বিষয়ে তদন্ত চল‌ছে। তদন্ত শে‌ষে জানা যা‌বে চালগু‌লো আস‌লে কোন প্রকল্পের।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল