• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে কলা চুরি করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের ফটিয়ামারি গ্রামের এক কিশোরের মৃত্যূ হয়েছে।  জানা যায় তিন কিশোর বন্ধু মিলে কলা চুরি করতে গিয়ে ভ্যান উল্টে গিয়ে মৃত্যু হয়েছে আল আমিন (১২) নামে এক কিশোরের।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার(২১ এপ্রিল) ভোরে উপজেলার তালতলা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের ফটিয়ামারি গ্রামের তিন কিশোর জিহাদ, রায়হান ও আল আমিন। কিশোর তিন বন্ধু মিলে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে কলা চুরি করতে যায় একই উপজেলার তালতলা গ্রামে। কলা চুরি করার সময় বাগানের মালিক তাদের উপর টর্চ লাইটের আলো ফেললে তারা ভ্যান নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। তালতলা মোড়ে গিয়ে ভ্যানটি উল্টে যায়। 

এ সময় ভ্যানটি আল আমিনের উপরে পরে গেলে ভ্যানের চাপায় সে গুরুতর আহত হয়। আহত আল আমিনকে অপর দুই বন্ধু ওই ভ্যান যোগে বাড়িতে নেওয়ার পথে সে মারা যায়। 

আল আমিন উপজেলার ফটিয়ামারি গ্রামের নুরুল ইসলামের ছেলে। চুরি করতে যাওয়া অপর দুই কিশোর হল একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে বায়হান (১৫) এবং ফরিদ মিয়ার ছেলে জিহাদ (১৫)।

সাগরদিঘী তদন্ত কেন্দ্রে ইনচার্জ এস আই জাকির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপরে নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল