• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সচেতনতামূলক উদ্যোগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা এবং ইউনিয়ন ভিত্তিক প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সচেতনতামূলক জরুরী উদ্যোগ গ্রহণ করেছে একদল তরুণ যুবক।

জানা যায়, মরণব্যাধি করোনা ভাইরাস ইতোমধ্যে সারা বাংলাদেশে করুণ পরিনতির দিকে ধাবিত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ঘাটাইল উপজেলাতেও এর প্রাদুর্ভাব বা সংক্রামিত হওয়ার সংবাদ না পাওয়া গেলেও অনেক বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইন না মেনে তীব্র ঝুঁকি নিয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি উপজেলায় একাধিক বিদেশ ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন না মানায় ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করেছে এবং অনেককে সতর্ক করেছে।

এর প্রেক্ষিতে ঘাটাইলের একদল সচেতন যুবক আপদকালিন ব্যবস্থা হিসেবে করোনার সংক্রামন ঠেকাতে এবং বিদেশ ফেরতদের অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরী ওষুধ, খাবার, মাস্ক, লিফলেট বিতরণ সহ এ্যাম্বুলেন্স সুবিধা দেওয়ার জন্য প্রাথমিক সংকল্পবদ্ধ হয়েছে।

‘মানুষ মানুষের জন্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই যুবকরা সকল মানুষ, সমাজের নেতৃবৃন্দ, গণ প্রতিনিধি, হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক সমাজ, ছাত্র, যুবক, স্বেচ্ছাসেবী সহ সকল পেশার নাগরিকদের সমর্থন ও সহযোগিতা কামনা করেছে। এমনকি যে কেউ এই টীমের সাথে নিজেকে সম্পৃক্ত করে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন।

এই সংক্রান্ত যে কোন বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ- জাহিদুল ইসলাম পাপন- ০১৩১১ ৯৪৬৬৪২।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল