• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে কঠোর লকডাউনের প্রথম দিনে ৫ মামলা জরিমানা ২৮ হাজার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলের ঘাটাইলে করোনা সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথমদিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।
 
এরই ধারাবাহিকতায় সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে শহরে অবৈধ গাড়ি নিয়ে চলাচল ও স্বাস্থ্যবিধি না মানার কারনে ৫ টি মামলা করেছেন ভ্রাম্যমান আদালত। ঘাটাইলে “কঠোর লকডাউন” বাস্তবায়নে মাঠে তৎপর পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে লকডাউন চলাকালীন সময়ে বৈধ কাগজপত্র বিহীন গাড়ি নিয়ে শহর এলাকায় প্রবেশ করার অপরাধে জরিমানা হয়েছে এবং স্বাস্থ্যবিধি না মানার কারনে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।

কঠোর লকডাউনের প্রথম দিনে মোট ৫ টি মামলা ও ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল