• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে ইউপি সদস্য বরখাস্ত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য আতিকুর রহমান ভূইয়া সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত (২২ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করেন।

আজ বৃহস্প্রতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

সাময়িক বরখাস্তের পত্রে থেকে জানা যায়, ইউপি সদস্য আতিকুর রহমান ভূইয়া সুমনের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডের তালিকা প্রনয়ন ও সংশোধনে অনিয়ম স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করেছেন। তিনি মৃত ব্যক্তির তথ্য চেয়ারম্যানকে অবহিত না করে গোপন রেখেছেন, একই পরিবারের একাধিক তালিকা ভুক্তদের সকলকে খাদ্যবান্ধব কর্মসূচির সংশোধিত তালিকা হতে বাদ দিয়েছেন।

তদন্ত কমিটির নিকট যথাসময়ে জবাব প্রদান না করে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হয়।

পরে টাঙ্গাইলের জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) ধারা অনুযায়ী উক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

সেই পেক্ষিতে গত (২২ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (খ)(ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বহিস্কার করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল