• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করলো ভ্রাম্যমান আদালত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

সোমবার (২৬ অক্টোবর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা  দিগড় ইউনিয়নে দক্ষিণ কাশতলা এলাকায় অবৈধ বাংলা ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) অঞ্জন কুমার সরকার।

ইউএনও অঞ্জন কুমার সরকার জানান, দিগড় ইউনিয়নে কাশতলা গ্রামে দির্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বিক্রি করে আসছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আনছার বাহিনীর সদস্য, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি বাংলা ড্রেজার মেমিন  ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) অঞ্জন কুমার আরও জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল