• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে অবৈধ ডিস ব্যবসায়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ক্যাবল ব্যবসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় ঘাটাইলের ঝড়কা বাজারস্থ ‘ঝড়কা ক্যাবল ভিশন’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অঞ্জন কুমার সরকার অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অভিযানে সার্বিক সহযোগিতার কাজে বিদ্যুত বিভাগের কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্স বিধিমালা না মেনে অবৈধ পন্থায় পাইরেসি করে নিজস্ব কন্ট্রোল রুমে থেকে বিদেশী টিভি চ্যানেল ডাউনলিঙ্ক বিতরণ, প্রদর্শন বা সম্প্রচার করে সরকারের রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে।

অভিযানের সময় লাইসেন্সবিহীন অবৈধ ব্যবসায়ী পরিচালনাকারী কাউকে পাওয়া যায়নি।

পরবর্তীতে তারা যেনো তাদের অবৈধ ব্যবসা পরিচালনা করতে না পারে সে জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এরপরও তারা যদি পুনরায় অবৈধ পন্থায় কন্ট্রোলটি চালু করে তবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল