• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে ৮ হাজার ৩০০ কৃষকের মাঝে সার ও বীজ প্রদান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে প্রান্তিক ও ক্ষুদ্র ৮ হাজার ৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ধরণের বীজ প্রদানের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির সার ও বীজ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম, থানা (তদন্ত) কর্মকর্তা কাইয়ুম সিদ্দিকী, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল