• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে ৪ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ শুরু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০  

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৪৬০০ শত কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের বোরো ধান বীজ বিতরণ শুরু হয়েছে।
আজ শনিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বোরো ধান বীজ বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।
২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়, বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাইব্রিড ধান চাষে আগ্রহী বিভিন্ন শ্রেণির কৃষকদেরকে দুই কেজি করে বিনামূল্যে এই বীজ বিতরণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা এম শহীদুল ইসলামের সভাপতিত্বে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনি অনুষ্ঠানে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম রফিক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, জেলা স্বেচ্ছা সেবক লীগের সহসভাপতি মির্জা আসিফ মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল