• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে হাসপাতালের সেবার মানউন্নয়ন বিষয়ে মতবিনিময়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

টাঙ্গাইলের গোপালপুরে সরকারিভাবে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বিষয় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের উন্নয়নমূলক কর্মকান্ডে বক্তারা বলেন- স্থানীয় সাংসদ ছোট মনির এমপির নির্দেশনা ও সহযোগিতায় স্বল্পসময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি হাসপাতালটিকে আধুনিকতায় চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র হিসাবে গড়ে তুলেছেন।
আরও বলেন- এ হাসপাতালে প্রশাসনিক ব্লক, আলট্রাসাইন্ড, ইসিজি, ডেন্টাল ইউনিট, ডিজিটাল এক্স রে মেশিন, মুক্তিযোদ্ধা কেবিন, স্টাফ কেবিন, বিশেষ কেবিন, বিষ খাওয়া রোগীদেও জন্য স্টাফ রুম, ও রোগীদের খাবার ডাইনিং রুমের সু ব্যবস্থা করা হয়েছে।
মানউন্নয়ন মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজির সভাপতিত্বে বক্তব্য রাখেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সহ-সভাপতি কেএম মিঠু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও ডা. খাইরুল আলম (এমওডিসি) প্রমূখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল