• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে লকডাউনে হালখাতা, দিতে হলো জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

বাকি টাকা উঠাতে হালখাতার আয়োজন করেন ব্যবসায়ী গোপাল চন্দ্র পাল। কিন্তু উল্টো তাকে দিতে হলো জরিমানা। রোববার টাঙ্গাইলের গোপালপুরে লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানে হালখাতা করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী ব্যবসায়ী গোপাল চন্দ্র পালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক পৌর শহরের কোনাবাড়ী বাজারের মেসার্স পাল ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় থানার ওসি মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, বর্তমানে গোপালপুর উপজেলায় করোনা শানাক্তের হার ৬৯.৬৯ শতাংশ। এ সময় সব জনসমাগম এড়িয়ে চলতে হবে। তাছাড়া করোনা মোকাবেলা সম্ভব নয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল