• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ বন্ধ করলো প্রশাসন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মার্চ ২০২১  

টাঙ্গাইলে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বানীপাড়া গ্রামে রাস্তা দখল করে নির্মান হচ্ছে একটি বাড়ির সীমানা প্রাচীর। এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা অবশেষে বন্ধ হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মার্চ) বেলা ৪টার সময় উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে স্ব-শরীরে হাজির হন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এবং ভবিষ্যতে সরকারি রাস্তা দখল যাতে না হয় সেদিকে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন। 

সে সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তুষার সাহা, ভূমি সহকারী কর্মকর্তা সহ প্রশাসনের নানাস্তরের কর্মকর্তাবৃন্দ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সাথে প্রশাসনের সুনাম ও মর্যাদা বৃদ্ধি হয়েছে বলে মনে করেন এলাকার সাধারণ জনগণ।

স্থানীয় সাংবাদিক সন্তোষ কুমার জানান, হেমনগর ইউনিয়নের বাণীপাড়া নামক এলাকায় রাস্তার এক-তৃতীয়াংশ জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছিল প্রভাবশালী একটি মহল। স্থানীয়রা বিষয়টি নিয়ে কাজে বাঁধা প্রদান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোন সমাধান পায়নি। একপর্যায়ে সপ্তাহখানেকের জন্য রাস্তা বন্ধ করে আন্দোলন করে এলাকাবাসী। ফলশ্রুতিতে উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উক্ত সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল