• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৫হাজার বৃক্ষ রোপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বৈরাণ নদীর উভয় তীরে ৫হাজার বৃৃক্ষরোপন করা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার দুপুরে পুনঃখননকৃত বৈরান নদীর উভয় পাড়ে পাঁচ হাজার তিনশ ফলজ, বনজ, ঔষধীসহ নানা প্রজাতির গাছের চারা রোপন করা হবে।

উদ্বোধন করেন টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির।

এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আজাদুর রহমান মল্লিক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার ভিাগের উপপরিচালক শরিফ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

পরে স্থানীয় ধোপাকান্দি হাটখোলা মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তারা বলেন জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এককোটি গাছ লাগানোর অংশ হিসেবে এই গাছ লাগানো হচ্ছে। এসময় সকলের সাধ্যানুযায়ী বৃক্ষ রোপনের আহ্বান জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল