• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায়কালে চারজন গ্রেপ্তার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

রাস্তা অবরোধ করে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইলের গোপালপুরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার ৯ এপ্রিল থানায় মামলা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, পুলিশের টেলিসেবা কেন্দ্র ৯৯৯ থেকে বুধবার রাতে তাদের জানানো হয় ভূঞাপুর তারাকান্দি সড়কের সোনামুই বাজার এলাকায় কিছু লোক পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছে। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে চাঁদা তোলার সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করে। এরা হচ্ছেন, আক্তার হোসেন (৪১), আবু হানিফ (৩৫), মোঃ ইসমাইল (২৮) ও মোঃ রফিকুল (২৭)।

এদের সবার বাড়ি গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সোনামুই গ্রামে।

পরে আজ বৃহস্পতিবার উপপরিদর্শক (এসআই) মোঃ আক্তারুজ্জামান বাদি হয়ে ওই চারজনকে আসামী করে দ্রুত বিচার আইনে গোপালপুর থানায় মামলা দায়ের করেন।

ওসি জানান, গ্রেপ্তারের পর তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল