• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২২ বস্তা চাল জব্দ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল পাচার ও মজুদের অভিযোগে ভ্রাম্যমান আদালত মো. সবুজ নামক একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে। মো. সবুজ বন্দ হাদিরা গ্রামের চাল ব্যবসায়ি আব্দুল গণির ছেলে।

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ২২ বস্তা চাল স্থানীয় ডিলারের যোগসাজশে খরিদ করে বন্দ হাদিরা গ্রামের চাল ব্যবসায়ী আব্দুল গণি পাশ্ববর্তী ভাদুড়ীরচর গ্রামের অটোরিকশা চালক মো. শরাফত আলী ভুট্টোর বাড়িতে মজুদ করে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস অকূূস্থলে গিয়ে হাজির হন।

এ সময় চাল ব্যবসায়ী আব্দুল গণি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২২ বস্তা চাল জব্দসহ ঐ ব্যবসায়ীর ছেলে মো. সবুজকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা পরিশোধ করে মো. সবুজ মুক্তি পেলেও জব্দ করা ২২ বস্তা চাল গোপালপুর থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল