• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ আগস্ট ২০২০  

টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম তালুকদার নিক্সনকে (৪৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) টাঙ্গাইল জেলা শাখা’র শিক্ষকরা।

 

মঙ্গলবার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ (নিরালা মোড়ে) এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরে হত্যার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসক বরাবর লিখিত একটি স্মারকলিপি প্রদান করেন।

 

মানববন্ধনে জড়িত আসামীদের দ্রুত বিচার দাবিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস’র) টাঙ্গাইল জেলা শাখা’র সভাপতি মো. আজাহার আলী মিয়া, সাধারণ সম্পাদক এসএম আউয়াল মিয়া।

 

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা শাখা’র শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন জুয়েল, সহ-সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, অধ্যক্ষ লুৎফর রহমান, হাবিবুর রহমান, মো. শহিদুল ইসলাম প্রমুখ।

 

প্রসঙ্গত প্রকাশ, আওয়ামী লীগ নেতা নিক্সন গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলা সদরে স্ব-পরিবারে বসবাস করতেন।

 

ঈদের আগের দিন শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করার পর রাত ১১টায় মোটরসাইকেল যোগে তিনি ধনবাড়ীতে নিজ বাসায় ফিরছিলেন। পথে নরিল্লা নামক স্থানে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে তিনি আহত হন। পরে নিকটবর্তী মধুপুর হাসপাতালে নেওয়ার পর, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনার পরের দিন বিকেলে নিহ‌তের ছোট ভাই আল মামুন তালুকদার বাদী হ‌য়ে ধনবা‌ড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ধনবাড়ী থানার পুলিশ সোমবার এ মামলার এজাহারভুক্ত তিন আসামীকে গোপালপুর উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বন্ধ আজগড়া গ্রামের মৃত শের আলীর ছেলে সুমন, বাদশা শেখের ছেলে সুজন ও আব্দুল আজিজের ছেলে ফারুক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল