• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো নতুন এ্যাম্বুলেন্স

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার তেজগাঁও ঢাকা আয়োজিত, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এমপি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের হাতে এ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, দেশের বিভিন্ন আসনের প্রায় ৩০ জন সংসদ সদস্য, স্বাস্থ্য সচিব, গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ সময় বলেন, দেশের স্বাস্থ্যখাত আগামী পাঁচ বছরে স্বর্ণযুগে প্রবেশ করবে। সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যেভাবে দেশের আনাচে-কানাচে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে, একইভাবে আগামীতে প্রচুর সংখ্যক চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি নিয়োগ দেয়ার মাধ্যমে হাসপাতাল সেবার মান বহুগুণ বৃদ্ধি করে এবং চিকিৎসা সেবায় মানুষের ব্যয় কমিয়ে আগামীতে দেশের স্বাস্থ্যখাতকে ইতিহাসের স্বর্ণযুগে নিয়ে যাওয়া হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল