• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গাজীপুরের কালিয়াকৈরে বীমা দিবসের আলোচনা সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

"মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার" এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। 

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার। অন্যান্য জনের  মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. শাহাবুদ্দিন আহসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, প্রকল্প কর্মকর্তা আহমেদ রেজা আল মামুন, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ।

 

এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‍্যালী শেষে বক্তারা বলেন,"বীমা নিজের ও পরিবারের ভবিষ্যৎ এর সুরক্ষার জন্য সবারই করা উচিত।"

 

অপরদিকে সকালে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির লিমিটেড উদ্যোগে আরেকটি র‌্যালী বের করেন। র‌্যালী শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালিয়াকৈর ইসলামী তাকাফুল জোনের ম্যানেজার হারুন অর রশিদসহ ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির লিমিটেডের বিভিন্ন কর্মকর্তারা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল