• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ জুন ২০২০  

গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে পলাশবাড়ী উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন ও গোবিন্দগঞ্জ উপজেলার চা বিক্রেতা আব্দুর রহমান মারা গেছেন। 

 

মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করেছে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মীগণ।করোনা এসময়কালে স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ও চা বিক্রেতা আব্দুর রহমান কে সাধারণ ভাবে দাফন করা হয়েছে। 

 

এদিকে গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় ৬ জুন শনিবার করোনা ভাইরাসে নতুন করে আরও ১ জন আক্রান্ত হয়েছে। জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৭১ জন। এরমধ্যে তিনজন মারা গেছে। ৪৫ জন আইসোলেসনে রয়েছে। 

 

এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে তারা বর্তমানে সুস্থ্য স্বাভাবিক জীবন যাপন করছেন। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

 

এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জন। এছাড়াও ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৭১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল