• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গরীবের রানা ভাই নামে খ্যাতি অর্জন করেছে, ঘাটাইলের সাবেক এমপি রানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে হত দরিদ্র মানুষের মাঝে বিরামহীন শীতবস্ত্র বিতরণ ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিয়মিত বার্ষিক ইসলামী মহা সম্মেলনে নিজকে মনোনিবেশ করেছেন টাংগাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, পেয়েছেন গরীবের রানা ভাই নামে খ্যাতি । পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের সাথে পথসভা ও গণসংযোগ করছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, দুইবারের সাবেক এই এমপি আমানুর রহমান খান রানা ঘাটাইল শহরে অবস্থিত নিজস্ব বাসভবনে অবস্থান করে প্রত্যেহ উপজেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন। ইতিমধ্যে তিনি মাইধারচালা, জোড়দিঘী, দত্তগ্রাম, শাহপুর চৈথট্ট ( প্রতিবন্ধী অটিস্টিক) প্রভৃতি স্থানে শীতবস্ত্র বিতরণ করেছেন। পরে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত ইসলামী ওয়াজ মাহফিল ও সম্মেলনে যোগ দিচ্ছেন।

জানা গেছে, সম্প্রতি তিনি ১২টি স্থানে অনুষ্ঠিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইসলামী চিন্তাবিদদের ওয়াজ, বয়ান শুনেছেন। উপজেলার মধ্যকর্ণা, দেলুটিয়া, কোর্ট মসজিদ চত্বর, নলমা, কোকরবাড়ী, দত্তগ্রাম, পেচার আটা, বকশিয়া, কান্দুলিয়া, কাইতকাই, কাজীপাড়া প্রভৃতি স্থানে এসব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কফিলুর রহমান ভূটান বলেন, গরীবের মাঝে নিয়মিত শীতবস্ত্র বিতরণ করে আমাদের নেতা এখন গরীবের রানা ভাই নামে খ্যাতি অর্জন করেছে। ঘাটাইলের আওয়ামী লীগকে সুসংগঠিত ও শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করতে জনপ্রিয় রানা ভাইর বিকল্প কেউ নেই।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল