• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গরীব-অসহায়দের মাঝে ক্লিন টাঙ্গাইল’র উপহার সামগ্রী বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০  

‘পরিছন্নতার কাজে নিয়োজিত, মানবতার কল্যাণে নিবেদিত’ এই শ্লোগানকে সামনে রেখে মহামারি করোনাভাইরাস ও বন্যার্তদের মাঝে ৫ম দফায় শতাধিক সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইলের সেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন টাঙ্গাইল’।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সহযোগিতায় ক্লিন টাঙ্গাইলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে প্রতিবন্ধীদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় ক্লিন টাঙ্গাইলের সমন্বয়ক জালাল উদ্দিন শাহীন চাকলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-টাঙ্গাইল পৌর মেয়র ও ক্লিন টাঙ্গাইলের প্রধান উপদেষ্টা জামিলুর রহমান মিরন, পৌর প্যানেল মেয়র ও উপদেষ্টা মো. সাইফুজ্জামান সোহেল, উপদেষ্টা ও ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক অনিক রহমান বুলবুল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক, এক বিন্দু আলো’র চেয়ারম্যান পারুল মাহবুব খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন-ক্লিন টাঙ্গাইলের মেম্বার- মীর শামীমুল আলম, চাঁদ সুলতানা, এমএম হাবিব কাঞ্চন, আসাদুজ্জামান লোটন, রবিউল ইসলাম, শিউলি আক্তার, ফরমান শেখ, সাইফুল ইসলাম, শামীম আল মামুন তুহিন প্রমুখসহ স্কাউট সদস্যরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল