• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

খুলল রপ্তানি বাণিজ্যের গেট সচল বেনাপোল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

১০৫ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলল পেট্রাপোল-বেনাপোল বন্দরের বন্ধ দুয়ার। বাংলাদেশি ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের  দাবির মুখে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ অবশেষে খুলে দিল রপ্তানি বাণিজ্যের গেট। ফলে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে চালু হলো রপ্তানি বাণিজ্য। এর আগে ৭ জুন ভারত থেকে পণ্য আমদানি হলেও করোনা  সংক্রমণের অভিযোগে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশে বাধা দেয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। দুই দেশের ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্টরা শত চেষ্টার পরও যখন বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হচ্ছিল না, ঠিক তখন এ দেশের কিছু রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের নেতা গত ১ জুলাই ভারত থেকে আমদানিকৃত পণ্য অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দরে প্রবেশে বাধা দেয়। ফলে টানা পাঁচ দিন বেনাপোল বন্দরে আমদানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। শুরু হয় দুই দেশের ব্যবসায়ী ও নীতি-নির্ধারকদের মধ্যে আলোচনা। যার ফলে গতকাল বিকালে  ১০৫ দিন পর প্রথম গার্মেন্টসের পণ্য নিয়ে রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেছে। বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে মার্চের শেষ সপ্তাহ থেকে প্রায় ৮০ দিন দুই দেশের মধ্যকার বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হয়। দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও উন্নয়নে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের বাণিজ্য, পররাষ্ট্র এবং রেলপথ মন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠক হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়েও বাংলাদেশ-ভারত বাণিজ্য নিয়ে বৈঠক হয়। এসব বৈঠকের পরিপ্রেক্ষিতে ৭ জুন থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি শুরু করে ভারত। তবে বাংলাদেশি পণ্য দেশটিতে প্রবেশে বাধা পেতে থাকে। করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারত সরকারের নিষেধাজ্ঞায় ২২ মার্চ থেকে স্থলপথে আমদানি, রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ৭ জুন থেকে বেনাপোল বন্দরে পুনরায় আমদানি কার্যকর হলেও ভারত বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করছে না। ফলে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি বেড়ে যাচ্ছে। গত ২৬ দিনে বেনাপোল দিয়ে রেল ও সড়ক পথে প্রায় ৬০ হাজার মেট্রিক টন পণ্যের আমদানি হলেও বাংলাদেশ থেকে এক ট্রাক বাংলাদেশি পণ্যও ভারতে রপ্তানি হয়নি। স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যরা বাংলাদেশি রপ্তানিকারকদের কথা চিন্তা করে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি বাণিজ্য বন্ধ করে  দিয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক গ্রহণ করার ফলে গতকাল দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। উপ-পরিচালক বেনাপোল স্থলবন্দরের মামুন কবীর তরফদার জানান, টানা ১০৫ দিন পর ভারতে রপ্তানিকৃত পণ্য গার্মেন্টস নিয়ে বাংলাদেশি ট্রাক প্রবেশ করেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল