• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কেমন ছিলো বিখ্যাত সব অভিনেত্রীদের বিয়ের সাজ?

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০১৯  

প্রায় সকলের জীবনে বিয়ের আনন্দ আসে। আ এই বিয়ে’ প্রত্যেক নারীর জীবনে বিশেষ একটি উপলক্ষ্য। আর যদি খুব শীঘ্রই বিয়ের আয়োজন চলতে থাকে তাহলে পছন্দের কোনো একজন সেলিব্রেটির বিয়ের আয়োজন কেমন হয়েছিলো সেটা তো আলোচনার বিষয় হিসাবে আরও বিশেষ কিছু হতেই পারে! আমাদের মধ্যে অনেকেই খুব ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার স্বপ্ন দেখে এবং এই স্বপ্নগুলো প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের বিয়ের সুন্দর ছবি থেকে দেখেই শুরু হয়।

বিয়ের দিনে বেশির ভাগ সময়েই নজর থাকে সেলিব্রেটিদের উপর। যদিও অনেকেই তাদের বিয়ে ব্যক্তিগত রাখতে চেষ্টা করেছেন, তবুও কেউই এতে সফল হননি। তাই আমাদের আজকের আয়োজন বিশেষ কিছু অভিনেত্রীর বধূবেশের স্টাইল, যা হয়তো এই চলতি বিয়ের মৌসুমে সবারই আশা করে আছেন।

 

১. ঐশ্বরিয়া রায় বচ্চন

এক সময়ের বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের বিয়ের কথা না বললেই নয়। বিশ্বসুন্দরীর রেকর্ডধারী এই অনন্য সুন্দরী সেলিব্রেটির বিয়ের সাজ কেমন ছিলো তা জানতে উৎসুক সারা বিশ্বের দর্শক। কিন্তু সেখানে ক্যামেরা আনার উপর বিশেষভাবে বাঁধা দেয়া হয়েছিলো বলে বেশিরভাগ মানুষই মোবাইলের ক্যামেরায় কিছু ছবি বন্দী করতে পেরেছেন এবং সেখান থেকেই পাওয়া গিয়েছে সামান্য কিছু তথ্য।

ঐশ্বরিয়া রায় বচ্চন
বিয়ের পিরিতে ঐশ্বরিয়া রায় ও অভিষেক


ঐশ্বরিয়া রায় নিজেও জানেন তিনি ন্যাচারালভাবেই সুন্দরী। তাই হয়তো তিনি তেমন ভারি সাজ নেননি। স্মোকি আইয়ের সাথে খুব সামান্য কিছু মেকআপেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। জমকালো সোনালী শাড়ির সাথে গহনায় মোড়া এই সুন্দরী শুধুমাত্র গহনা ও শাড়ির রঙেই উজ্জ্বলতা ছড়িয়েছেন।

 

২. কারিনা কাপুর খান – ১

২০১২ সালে সবচেয়ে আলোচিত বিয়ের কথন ছিলো কারিনা কাপুর ও সাইফ আলি খান পতৌদির বিয়ে নিয়ে। কারিনা কাপুরের পরনে ছিলো তার শাশুড়ি শর্মিলা ঠাকুরের দেয়া শারারা। এই শারারা বিখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রার তৈরি ছিলো। চোখে হালকা সাজ ছাড়া তিনি তেমন কোনো মেকআপ করেননি। ঠোঁটেও ছিলো ন্যুড শেডের লিপস্টিক। ভারি গহনা ও শারারায় তিনি হয়ে উঠেছিলেন পতৌদি বেগম।

কারিনা কাপুর খান
কারিনা কাপুর ও সাইফ আলী খান

৩. কারিনা কাপুর খান – ২

কারিনা কাপুরের রিসিপশনের অনুষ্ঠানে তার সাজের কথা না আনলে যেন এই আয়োজন অসম্পূর্ণ থেকে যেতো। সেদিন তিনি পরেছিলেন মনীষ মালহোত্রার ডিজাইন করা লাল লেহেঙ্গা। পুরো লেহেঙ্গায় পুঁতির ও রূপালি সুতার কাজ করা ছিলো। লেহেঙ্গার আঁচল ও ব্লাউজে ছিলো ভারি বুনন। সবুজ পান্নার ভারি গহনা, চুলে খোঁপা ও মোটা কাজলে সেইদিন তিনি সেজেছিলেন নবাব পরিবারের বধূ।

কারিনা কাপুর
নবাব পরিবারের বধূ কারিনা

 

৪. লরা দত্ত

লরা দত্ত ও মহেশ ভূপথি বেছে নিয়েছিলেন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিয়ের পোশাক। সাদা গাউনের সাথে মিলিয়ে সাদা পাথরের দুল ও টিয়ারায় খুবই সাধারণ সাজে বিয়ের অনুষ্ঠানে দেখা যায় লরাকে। তার চুলের স্টাইলও ছিলো চোখে পড়ার মতো।

লরা দত্ত
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিয়ের পোশাকে লরা দত্ত

৫. শিল্পা শেঠি

ধারকান সিনেমার নায়িকা ও ইয়োগা মিস্ট্রেস শিল্পা শেঠির কথা বাদ যাবে কেন? রাজ কুন্দ্রকে বিয়ে করে তিনি হাস্যোজ্জ্বল সব ছবিতে প্রমাণ দিয়েছেন যে তিনি ওইদিন কতটা খুশি ছিলেন। মনের মানুষটির জন্য সেদিন তিনি পরেছিলেন লাল শাড়ি। পুরোটা শাড়ি জুড়ে ছিলো সোনালি এমব্রয়ডারির কাজ করা। চুলে লম্বা বেণীর সাথে মাথায় দেয়া ছিলো ফুলের গোছা। ভারি লাল-সবুজ গহনায় আগাগোড়া মোড়ানো শিল্পা হালকা মেকআপেই সাজ পূর্ণ করেছিলেন।

শিল্পা শেঠি
ইয়োগা মিস্ট্রেস শিল্পা শেঠি

৬. এশা দেওল

বলিউড তারকা এশা দেওল তার বিয়ের দিনে ট্রেডিশনাল বিয়ের সাজে সেজেছিলেন। লাল শাড়ি ও হালকা গহনার সাথে ম্যাচিং লিপস্টিকেই তিনি হয়ে উঠেছিলেন অপরূপা।

এশা দেওল
ট্রেডিশনাল বিয়ের সাজে এশা দেওল

 

৭. কারিশমা কাপুর

কারিনা কাপুরের বোন কারিশমা কাপুর তার বিয়েতে পরেছিলেন গোলাপি রঙের লেহেঙ্গা, যার পুরোটা জুড়ে সোনালি সুতা ও পুঁতির কারুকাজ ছিলো। কারিশমা কাপুর লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে চোখে গোলাপি ও গোল্ডেন শ্যাডো দিয়েছিলেন এবং ঠোঁটেও ছিলো কাছাকাছি শেডের লিপস্টিক। মাথায় পরেছিলেন ভারি কাজের রং মিলিয়ে দোপাট্টা। কারিশমার বধূ সাজ ছিলো একেবারেই ক্লাসিক!

কারিশমা কাপুর
 লেহেঙ্গার সঙ্গে কারিশমা কাপুর

৮. আয়েশা টাকিয়া

সবার পরিচিত বলিউড তারকা আয়েশা টাকিয়ার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিলো তার পরনে গোল্ডেন লেহেঙ্গা। চোখে ভারি গোল্ডেন সাজ এবং সাথে মোটা করে কাজল দেয়ায় তার আর কোনো বাড়তি মেকআপের প্রয়োজন হয়নি। তিনি গোলাপি লিপস্টিক ও ভারী গহনায় সাজ সীমাবদ্ধ রেখেছিলেন।

আয়েশা টাকিয়া
গোলাপি লিপস্টিক ও ভারী গহনায় সাজে আয়েশা টাকিয়া

৯. রাভিনা ট্যান্ডন

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বিয়ের পিঁড়িতে বসেন ২০০৪ সালে। তিনি ওই সময়ে পরেছিলেন ভারী ও ক্লাসিক লাল লেহেঙ্গা। চোখে হালকা মেকআপ ও ঝলমলে গহনায় তিনি ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি। মেরুন লিপস্টিক, কপালে কুমকুমের সাজ এবং নাকের টানা বড় নথ তার সাজকে আরও অনন্য করে তুলেছিলো।

রাভিনা ট্যান্ডন
ঝলমলে গহনার সাজে রাভিনা টেন্ডন

১০. বিদ্যা বালান

ডার্টি পিকচার এর বিদ্যা বালান তার বিয়েতে পরেছিলেন ডিজাইনার সব্যসাচীর করা সাউথ ইন্ডিয়ান লাল শাড়ি। মোটা সিঁদুর ও স্বর্ণালংকারে খুবই সাধারণ সাজেও সেদিন এই অভিনেত্রীকে সুন্দর লেগেছিলো। চুলের লুজ খোঁপায় গাঁথা ছিলো সাদা বেলি ফুলের মালা। কপালে বড় লাল টিপ ও ন্যুড লিপস্টিকে তিনি তার সাজ শেষ করেছিলেন। কানে গলায় পুঁতি বসানো হালকা গহনাই ছিলো বিদ্যার পছন্দ।

বিদ্যা বালান
ডার্টি পিকচার এর বিদ্যা বালান

১১. দীপিকা পাডুকোন

কিছুদিন আগেই হয়ে গেল দীপিকা আর রনবীরের বিয়ে। দীপিকা তার বিয়েতে সাউথ ইন্ডিয়ান স্টাইলে সেজেছিলেন। তার পরনে ছিলো মায়ের দেয়া গোল্ডেন সিল্ক শাড়ি। ভারী অলংকারের সাথে ব্রাউন স্মোকি আই মেকআপ, গোল টিপ ও ন্যুড ব্রাউন লিপস্টিকে সিং ঘরনী হয়েছিলেন এই অভিনেত্রী।

দীপিকা পাডুকোন
গোল্ডেন সিল্ক শাড়ি পরে বিয়ের পিরিতে দীপিকা পাডুকোন


দেখা যায় যে, অভিনেত্রীদের কেউই বিয়ের দিনে তেমন কোনো ভারি সাজ নেননি। স্বাভাবিকভাবে তারা নিজেদের সৌন্দর্যই যেন সেদিন ফুটিয়ে তুলতে চেয়েছিলেন।

আপনার পছন্দ কেমন সাজ? ভারি গহনায় হালকা সাজ কিংবা হালকা গহনায় ভারী সাজেও সাজতে পারেন আপনি। আজকাল লাল শাড়ির চেয়ে অন্যান্য রঙের শাড়িই বেশি দেখা যাচ্ছে কনের সাজে। তাই অন্য রঙের সাথে মিল রেখে আপনার সাজটাও হতে পারে একটু ভিন্ন রকম।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল