• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কৃষকের মুখে নবান্নের হাসি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

কৃষকের মুখে নবান্নের হাসি

কৃষকের মুখে নবান্নের হাসি

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় আমন ধানে বাম্পার ফলন হয়েছে। তাই তো মুখে নবান্নের হাসি নিয়ে উৎসবমুখর পরিবেশে ধান কাটা শুরু করেছে কৃষকরা।

গত কয়েক বছরের তুলনায় এবার আমনের ফলন বেশ ভালো হয়েছে। তাই আনন্দের পাশাপাশি ন্যায্য মূল্য নিয়েও শঙ্কায় কৃষকরা। লাভের মুখ না দেখলেও অন্তত মূলধন ঘরে তুলতে চান তারা।

অনুকূল আবহাওয়ায় এবার মীরসরাই উপজেলায় ২০ হাজার ৬০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৩ হাজার ৪৯৯ টন ধান। তবে ফলন ভালো হওয়ায় আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তাই লোকসানের আশঙ্কায় কৃষকদের মুখ হাঁড়ি।

উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন, ‘এবার প্রতি মণ ধানের বিক্রয় মূল্য ধরা হয়েছে ৭২০ টাকা। যা গত বছর ছিল ৮০০-১০০০ টাকা। এরইমধ্যে ৫ শতাংশ ধান ঘরে তুলেছেন চাষিরা।’

উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘ন্যায্য দামের বিষয়ে সরকারি পর্যায় থেকে কোন কর্মসূচি আছে কিনা আমার জানা নেই। কৃষকদের লাভের জন্য সরকার ভর্তুকি দিয়ে আমন সংগ্রহ করতে পারে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল