• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিয়াকৈরে বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ; বাগানে দর্শনার্থীর ভীড়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার টান কালিয়াকৈর এলাকায় চারদিকে বিস্তৃত ফসলের মাঠের মাঝখানে সূর্যমুখী ফুলের বাগান। ফুটে আছে হাজার হাজার হলুদ রঙের সূর্যমুখী। সেখানে প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের ভীড়। বিকেল হলেই বাগানের দৃশ্যপট যেন বিনোদন কেন্দ্রে পরিগণিত হয়। মধু সংগ্রহ করতে দেখা যায় ঝাঁকে ঝাঁকে মৌমাছির আনাগোনা।

 

মনির নামের এক দর্শনার্থী জানান, 'গ্রামবাংলার বুকে এমন এক অপরুপ সৌন্দর্য্য দেখে মনটা ভরে যায়। তাই মাঝে মাঝে পরিবার বাচ্চাদের নিয়ে দেখতে আসি।'

 

সূর্যমুখী বাগানে ঘুরতে আসা ছোট্ট শিশু তাসনিম এর সাথে কথা হলে সে বলে, 'আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি। প্রতিদিন শুক্রবারের অপেক্ষায় থাকি। শুক্রবার বাবার অফিস বন্ধ থাকে বলে আমাকে নিয়ে এ বাগানে বেড়াতে নিয়ে আসে। বাগানে ছবি তুলি, চারদিকে ঘুরে বেড়াই অনেক ভালো লাগে।'

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার শাহীন নামের এক কৃষকের জমিতে কালিয়াকৈর উপজেলা কৃষি অফিস থেকে একটি প্রদর্শনী প্লট হিসেবে বারি সূর্যমুখী-৩৩ চাষ করা হয়।

তিনি জানান, 'কৃষি অফিস থেকে আমার জমিটি তারা নির্বাচন করে বারি সূর্যমুখীর একটি প্রদর্শনী প্লট তৈরি করেছেন। প্রথম দিকে এ নিয়ে কারো কোনো উৎসাহ ছিল না। কিন্তু যখন ফুল ফুটেছে, তখন থেকে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।'

 

সরেজমিনে দেখা যায়, অনেক কৃষক সূর্যমুখী ফুলের চাষ শুরু করেছেন। ইতিমধ্যে উপজেলার সরকারি প্রণোদনার মাধ্যমে ৪০ জন কৃষক সূর্যমুখী ফুলের চাষ করেছেন।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় সূর্যমুখীর চাষ করা হয়েছে। মোট ৪০ বিঘা জমিতে ৪০ জন কৃষক হাইসান-৩৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ করেছেন। কৃষি অফিস কৃষকদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দিয়েছে। সূর্যমুখী চাষের ৯০ থেকে ১০৫ দিনের মধ্যেই কৃষকরা বীজ ঘরে তুলতে পারবেন। প্রতি বিঘা জমিতে ছয় থেকে সাড়ে ছয় মণ সূর্যমুখী ফুলের বীজ পাওয়া যাবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল