• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ৩০২পিছ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জুন ২০২০  

টাঙ্গাইলের কালিহাতির দূর্গাপুর উত্তরপাড়া থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। দূর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত-সোহরাব মুন্সির ছেলে ইয়াবা ব্যবসায়ী হাবিবুর রহমানের (৩২) কাছ থেকে ৩০২ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন এবং ২টি সিম কার্ডসহ গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ সিপিসি৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোঃ তালাতের নেতৃত্বে একটি দল কালিহাতী উপজেলার দূর্গাপুর উত্তরপাড়া গ্রামের জনৈক বেল্লাল আকন্দের বাড়ীর পশ্চিম পাশে মগড়া বাজার হতে জোগারচড়গামী পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় ইয়াবা ব্যবসায়ী হাবিবুর রহমানকে (৩২) ইয়াবাসহ গ্রেফতার করে।

আসামীকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইলের কালিহাতির বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে। ধৃত আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কালিহাতির আশপাশের এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।

র‌্যাবের এ ধরনের অবৈধ মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইনশৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা টাঙ্গাইলকে একটি মাদকমুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে পারবে বলে র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল