• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে হাট বসানোর দায়ে ইজারাদারকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানোর দায়ে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ৪ এপ্রিল ) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম অরা নিপার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলার আউলিয়াবাদ হাটের ইজারাদার শামআলমকে এ অর্থদন্ড প্রদান করা হয় । এছাড়া বিভিন্ন জায়গায় অযথা ঘোরাঘুরি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে তিনজকে ১৫’শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপা বলেন, করোনাভাইরাস সংক্রমণরোধে মানুষের সমাগম বন্ধে সব হাট বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করে হাটের ইজারাদার হাট বসান। এজন্য তাকে জরিমানা করা হয়েছে। এছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে তিনজনের কাছ থেকেও জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান সেনাবাহিনীর সহযোগিতায় ওই হাট বন্ধ করে দেওয়া হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল