• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে ব্যবসায়ী ও প্রবাসীকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

 টাঙ্গাইলের কালিহাতীতে করোনা আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, পেয়াজের দাম বেশি নেয়ায় চার ব্যবসায়ীকে ও হোম কোয়ারেন্টাইন না মানায় এক সৌদী প্রবাসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের ভ্রাম্যমান আদালত চাল ও পেয়াজের দাম বেশি নেয়ায় কালিহাতী কাঁচা বাজারের ব্যবসায়ী লক্ষণ সেন ও চিত্তরঞ্জনকে ৫ হাজার টাকা করে এবং রামপুর ভাসানী বাজারের ব্যবসায়ী স্বপনকে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা ও মানিককে ৫ হাজার টাকা জরিমানা করে।

অপরদিকে হোম কোয়ারেন্টাইন না মেনে লোকালয়ে চলাফেরা করায় উপজেলার বীরবাসিন্দা গ্রামের আব্দুস সামাদের ছেলে সৌদি ফেরত প্রবাসী সুরুজ্জামান কে বিশ হাজার টাকা জরিমানা করে একই ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান চলমান থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল