• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মে ২০২১  

টাঙ্গাইলের কালিহাতীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ মে) সকালে কালিহাতী খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বি.কম অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।
 
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমিন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হাসান প্রমুখ।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে কালিহাতী উপজেলায় ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৪ শত মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৯ হাজার ৭ শত মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। কৃষক অ্যাপসের মাধ্যমে আবেদন অথবা সরাসরি খাদ্য গুদামে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ধান বিক্রি করতে পারবেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল