• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

 “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি- করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে হাত ধোয়া প্রদর্শনী ও উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।

অনুষ্ঠানে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গাজিউর রহমান।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কালিহাতী পৌর শহরের ৩ টি স্থানে হাত ধোয়ার জন্য ৩ টি বেসিন স্থাপন করা হয়েছে। যা করোনাকালে সাধারণ মানুষ ব্যাপক উপকৃত হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল