• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে বিনা-১ জাতের লেবু চাষে কৃষক প্রশিক্ষণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জাত সমূহের চাষাবাদ কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ এবং বিনা-১ জাতের লেবুর চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিনা’র পারমাণবিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উদ্যানতাত্তিক ফসলের গবেষণা ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করণ কর্মসূচির অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ ও লেবুর চারা বিতরণ করা হয়।

এসময় বিনা’র মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল