• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে বন্যার্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

টাঙ্গাইলের কালিহাতীতে খরিপ- ২(২০২০-২১) মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ, রাসায়নিক সার এবং স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদি শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
 
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯০০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও ২০০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল