• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে বন বিড়াল ও শাবক উদ্ধার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়ার একটি বাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির একটি মা বন মেছোবিড়াল ও তিনটি শাবক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা উপজেলার বাংড়া ইউনিয়নের শোলাকুড়ার সৈয়দ নজরুল ইসলামের বাড়ির পরিত্যক্ত কূপ (কূয়া) থেকে আটকা পড়া অবস্থায় জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের  স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, শোলাকুড়া গ্রামের সৈয়দ নজরুল ইসলামের বাড়ির কুপের মধ্যে একটি মা বনবিড়াল তিনটি বাচ্চাসহ আটকা পড়ার সংবাদ পাওয়ার সাথে সাথে দমকলের জনবল সহ ঘটনা স্থলে পৌছে মা বনবিড়াল সহ তিনটি বাচ্চা উদ্ধার করে কালিহাতী সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেনের নিকট হস্তান্তর করা হয়।

বন বিভাগের এ কর্মকর্তা জানান তিনটি শাবক সহ মা বনবিড়ালকে বিকেলে জেলা বন কর্মকর্তার নির্দেশনা ও সহায়তায় মধুপুর জাতীয় উদ্যানের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে বনে অবমুক্ত করার জন্য পাঠানো হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল