• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়, সকল সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান/ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৭ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। এছাড়া সকল মসজিদে বিশেষ মোনাজাত ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও রাত ৮ টায় টিভি চ্যানেলের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হওয়া।

সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে নব-নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র মু্যৃরালে (প্রতিকৃতিতে) পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, সার্কেল এএসপি রাসেল মনির, ওসি হাসান আল মামুন, উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী পৌর মেয়র আলী আকবর, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদের অর্থায়নে ১০০ পরিবারের মাঝে জাতীয় বৃক্ষ আম’র চারা ও ২০০ কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল