• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে বই উৎসব পালন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১  

টাঙ্গাইলের কালিহাতীতে বই উৎসব ২০২১ পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার আব্দুল আউয়াল খান, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার প্রমুখ। এ বছর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ১ম-৪র্থ শ্রেণী পর্যন্ত ১ লাখ ৪৪ হাজার বই বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে ৫ম শ্রেণীর দুইশত শিক্ষার্থীর মধ্যে ১২শত বই বিতরণ করা হয়েছে। বাকি শিক্ষার্থীর মধ্যে দুই/তিন দিনের মধ্যেই বিতরণ করা সম্ভব হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম। কোভিড-১৯ মহামারীর কারণে এবতেদায়ী ১ম ও ২য় শ্রেণীতে তিন হাজার ও দাখিল ৬ষ্ঠও ৭ম শ্রেণীতে আট হাজার, মাধ্যমিক ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে বারো হাজার বই বিতরণ করা হয়েছে এবং ৯ম শ্রেণীর জন্য অল্প পরিমাণ বই আসলেও ৮ম শ্রেণীর কোনও বই এষনও আসেনি বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল