• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে পুকুরে ডুবে প্রাণ হারালো শিশু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১  

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার ভাবলায় মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারালো ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কালিবাড়ির মোঃ আলম মিয়ার ছেলে শিশু সোহান (১০)।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর মামা মজনু সরকার জানান, স্থানীয় সামাজিক পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি তুলে রাস্তায় ও মসজিদে মাটি ফেলা হচ্ছিলো। আজ দুপুরে মামা ফজলু সরকারের বাড়ি থেকে আমার বাড়িতে আসার পথে রাস্তায় সোহানের শরীরে ড্রেজারের কাঁদা লাগে, ওই পুকুরের পাড়ে বসে পানি দিয়ে কাঁদা ধোয়ার সময় মাটির চাপ ভেঙ্গে পুকুরে পড়ে যায়। আমরাসহ আরো অনেকে উদ্ধারের চেষ্টা করি। পরে খবর দিলে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল এসে দশ মিনিটের চেষ্টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সোহান পাঁচ দিন আগে নানীর সাথে কালিবাড়ি থেকে এখানে বেড়াতে আসে। খবর পেয়ে সোহানের বাবা-মাসহ বাড়ির লোকজন এসেছেন, দাফনের জন্য মরদেহটি বাবার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কালিবাড়িতে নেওয়া হচ্ছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমাদের ডুবুরি দল পৌঁছে দশ মিনিটের চেষ্টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। শুষ্ক মওসুমে এমনিতেই পুকুরটিতে কম পানি ও ড্রেজার দিয়ে মাটি তোলার কাজ চলমান থাকায় পানি প্রচন্ড ঘোলা ও বালি বালি ছিলো।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল