• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে গনপরিবহনে ভাড়া বেশি ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০  

গত ২৯ আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী গনপরিবহনে পূর্বের ভাড়া তদারকি ও স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালিহাতী সদরের সাথী ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

এসময় তিনি গনপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে এবং পূর্বের ভাড়া নিয়ে চালক-হেলপাড়রা বাসে যাত্রী বহন করছেন কিনা সেই বিষয়টি তদারকিসহ স্বাস্থ্যবিধি না মানায় গনপরিবহনের চালক সহ ৭ জনকে ২ হাজার ২শত টাকা আর্থিক জরিমানা করে আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানা যায়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল