• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতী পৌরসভার নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরবৃন্দের দায়িত্ব গ্রহণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১  

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরবৃন্দ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান কালিহাতী পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৪মার্চ সকাল ১০টায় নব-নির্বাচিত মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
 
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এ.বি.এম নুরুল আলম খসরু, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা প্রমুখ।

নব-নির্বাচিত মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, সংরক্ষিত আসনে ১নং ওয়ার্ডের মোছাঃ চায়না, ২নং ওয়ার্ডের ময়না আক্তার, ৩নং ওয়ার্ডের মোসাঃ রেজিয়া আক্তার ও সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়াডের্র সিদ্দিক হোসেন, ২নং ওয়াডের্র সোহেল রানা, ৩নং ওয়ার্ডের আবু বকর, ৪নং ওয়ার্ডের অজয় কুমার দে সরকার লিটন, ৫নং ওয়াডের্র মোঃ ফারুক হোসেন, ৬নং ওয়ার্ডের মোঃ দুলাল হোসেন, ৭নং ওয়ার্ডের এনামুল হক, ৮নং ওয়ার্ডের খন্দকার সাইদুর রহমান, ৯নং ওয়াডের আব্দুছ ছালামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় ভারপ্রাপ্ত সচিব (সহকারী প্রকৌশলী) মো. শহীদুজ্জামান আকন্দ তাঁদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
 
এসময় নব নির্বাচিত মেয়র বলেন, কালিহাতী পৌরসভাকে ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করতে হলে পৌরবাসীকে সময়মত পৌরকর পরিশোধ করতে হবে। আপনার রাস্তা থেকে ৫ফুট দুরত্ব বজায় রেখে বাসা-বাড়ি নির্মাণ করে আমাদের উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিবেন। দ্রুততম সময়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের ১ কোটি ৭৫ লাখ টাকার বকেয়া বেতন পরিশোধ করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ সেলিম আল মাহমুদ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল