• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সেলিমের দাফন সম্পন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মে ২০২১  

টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকার বেতডোবার বীর মুক্তিযোদ্ধা ও কালিহাতী ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নাজিরুল ইসলাম সিদ্দিকী (সেলিম ড্রাইভার) বৃহস্পতিবার সকাল ৯ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ আসর বিকাল সাড়ে ৫টায় মরহুম মুক্তিযোদ্ধার জানাজা নামাজ কালিহাতী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

সেখানে তাঁকে রাষ্ট্রীয় সন্মান প্রদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল। মৃত্যুকালে
তাঁর বসয় হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেন, টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক সংসদ সদস্য সাইদুর রহমান খাঁন মোহন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, ঘাটাইলের মুক্তিযোদ্ধাদের পক্ষে এমদাদুল হক খান হুমায়ুন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

চট্রগ্রাম পেপার মিলে চাকরিরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন এই বীর মুক্তিযোদ্ধা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল