• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
যখন দলকে আর সহযোগিতা করতে পারবো না তখন অবসরে যাব : মেসি ইহসানুল করিমের প্রতি বাসস পরিবারের গভীর শ্রদ্ধা নিবেদন ভুটানের রাজাকে কুড়িগ্রামে বিজিবির রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন কৃষিমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুরে অভিযোগ প্রতিকার বিষয়ক সমন্বয় সভা তথ্য কমিশন বাংলাদেশ ৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন

কারাগারে মাদকদ্রব্য সরবরাহের অভিযোগে বিড়াল আটক!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

কারাগারের ভেতরে মাদকদ্রব্য সরবরাহ নতুন কোনো ঘটনা নয়। বিশ্বের অনেক দেশেই কারাগারে বন্দিদের কাছে অবৈধভাবে মাদকদ্রব্য সরবরাহের ঘটনা ঘটছে। তবে কারাগারে মাদকদ্রব্য সরবরাহের জন্য কোনো প্রাণীকে আটকের ঘটনা কমই আছে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে উত্তর আমেরিকার দেশ পানামায়।

শুক্রবার দেশটির পানামা কারাগারে মাদকদ্রব্য সরবরাহের অভিযোগে একটি বিড়ালকে আটক করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সাদা রঙের বিড়ালটি কারাগারের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ওই সময় বিড়ালটিকে আটক করলে তার শরীরে বাঁধা অবস্থায় মাদক পাওয়া যায়।

রাজধানী পানামা সিটির উত্তরে ক্যারিবিয়ান প্রদেশের করলান নিউইভা এস্পেরানজা কারাগারে ১ হাজার ৭ শ'রও বেশি কয়েদি রয়েছে।

পানামা পেনশনারি সিস্টেমের প্রধান আন্দ্রেস গুতেরেস জানান, বিড়ালের গলায় একটি কাপড় বাঁধা ছিল। তাতে সাদা গুঁড়ো, পাতা, উদ্ভিজ পদার্থ দিয়ে মোড়ানো প্যাকেট পাওয়া যায়।

আরেক কর্মকর্তার মতে, প্যাকেটে পাওয়া পদার্থগুলো সম্ভবত কোকেন, ক্রাক ও মারিজুয়ানা ছিল।

তবে এবারই প্রথম নয়, আগেও এই কারাগারে বন্দিদের মধ্যে এভাবে মাদক সরবরাহের চেষ্টা করা হয়েছে।

অনেক সময় বন্দিরা খাবার দিয়ে প্রাণীদের পোষ মানায়, তারপর এদের মাধ্যমে বাইরে থেকে মাদক সংগ্রহ করে।

এস্পেরানজা কারাগারে অবৈধ মাদকপাচারের জন্য প্রাণী ব্যবহার নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। অবশ্য কর্তৃপক্ষ এর আগে কারাগারে কবুতর, এমনকি ড্রোন দিয়ে মাদক সরবরাহ করার চেষ্টাও বন্ধ করেছিল। সূত্র: এনডিটিভি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল