• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মার্চ ২০২১  

করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব"  প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

 

সোমাবার (৮ মার্চ) দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের এমপি তানভীর শাকিল জয়। তিনি বলেন, ‘ জননেত্রী শেখ হাসিনা এখন উন্নয়নের রোল মডেল। 

 

তিনদিন আগে পত্রিকায় বিশ্বের তিনজন প্রথিতযশা নারীর তালিকায় মেখ হাসিনার নাম এসেছে। এটা আমাদের জন্যে অনেক বড় পাওয়া। ভালো কাজের পুরস্কার  ভালোই পাওয়া যায়। এদশের নারী পুরুষের সমতা আছে বলেই আমরা উন্নয়শীল দেশের কাতারে নাম লেখাতে পেরেছি।’  

 

উপজেলা মহিলা বিষয়য়ক কর্মকর্তা চিত্রা সাহার  সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অন্য;দের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সহকারী কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, পৌর মেয়র প্রমূখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল