• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কলঙ্কময় শোকের মাস

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ আগস্ট ২০২০  

তোমার নাভিমূলে লুকানো ছিলো বিশ্বনিখিলের প্রকৃষ্ট সূর্যকিরণ। মন-মনন-মনীষার সঠিক প্রয়োগে ধীরে ধীরে তা’ মিশেগেলো তোমারই মহত মস্তিষ্কে। সুদর্শন তুমি বিচক্ষণ তুমি ; তুমি নির্ভীক কবি। মা-মাটি-মানুষের অনুভব ও মর্মসত্যকে ধারণ করে, রেসকোর্সে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে ছড়িয়ে দিলে : সূর্যমাখা উত্তাপ, বাস্তবানুগ শুবুদ্ধি আর লাবণ্যময় চেতনা বাঙালির মগজে-মগজে। উদ্বুদ্ধ বাঙালি ছিনিয়ে আনলো স্বাধিকার। তোমার লালিত স্বপ্ন লালিত দর্শন খুঁজে পেলো আপনভূবন। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তুমি ; তুমি বাঙালির জনক ও পথ-প্রদর্শক। আমাদের আত্মার পরম আত্মীয়।

 

আজো তোমার সফেদ পাঞ্জাবির ‘পর হৃদপিন্ডজুড়ে যখন দেখি রক্তবলয়িত ভোরের সূর্য; ব্যথার আগুনে কলকল ক’রে ওঠে বুক ; বুক ভ’রে ওঠে কালো অশ্রুজলে। অশ্রুবিন্দুতে ভ’রে যায় সব বাংলার মাঠ ঘাট জনপদ। মাতৃভূমির মাটিতে যতোদিন র’বে নিসর্গ বিদ্যমান, জনয়িতা, তোমার অস্তিত্ব র’বে বাঙালি হৃদয়ে সতত বিরাজমান— বন্ধু তুমি, পিতা তুমি শেখ মুজিবুর রহমান।

 

লেখক

আসলামুল হক

সংসদ সদস্য

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল