• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনায় মৃত্যু: স্পেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মে ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা নাগরিকদের সম্মানে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে স্পেন সরকার। বুধবার থেকে এ শোক পালন করবে দেশটি।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। এ পর্যন্ত দেশটিতে প্রায় ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

 

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের মুখপাত্র মারিয়া জেসাস মনটেরা এ ঘোষণা দিয়েছেন।

 

শোক চলাকালে দেশের সব সরকারি ভবন ও নৌবাহিনীর জাহাজে পতাকা অর্ধনমিত রাখা হবে। মৃতদের স্মরণে রাষ্ট্রীয় প্রধানের আনুষ্ঠানিকতা শেষে ১০ দিনের শোক শেষ হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল