• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনাশূন্য দিন পার করল চট্টগ্রাম

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২  

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো করোনা শনাক্ত হয়নি। একই সময়ে কারো মৃত্যুও হয়নি। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৪ হাজার ৪৩৪ জন ও উপজেলাপর্যায়ে ৩৫ হাজার ৭৬ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৫১০ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৯ জন। এরমধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩২ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল