• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনার টিকা আনতে চীনে বিমানবাহিনীর উড়োজাহাজ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ মে ২০২১  

বাংলাদেশকে উপহার হিসেবে নিজেদের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার ৫ লাখ ডোজ দিচ্ছে চীন। সেই টিকা আনতে চীনে গেছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান।

মঙ্গলবার (১১ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সকাল ৮টা ১২মিনিটে বিমানটি চীনের উদ্দেশে উড়াল দিয়েছে।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, এরই মধ্যে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মের উপহারের ৫ লাখ ডোজ (বিবিআইবিপি-করভি) টিকা দেশটির বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা আছে। সেখান থেকে বিমানবাহিনীর পরিবহন বিমানটি এ টিকা দেশে নিয়ে আসবে। বুধবার (১২ মে) টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সোমবার (১০ মে) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে। তিনি বলেন, চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে। বাণিজ্যিকভাবে টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ আগেই অনুমতি দিলে চীনের টিকা আগে পেত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল