• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা সন্দেহে ঘাটাইলে ৩ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা ও উপজেলা থেকে তিন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ল্যাবে পাঠানো পাঠানো হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রোববার ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ল্যাবে করোনা টেস্ট সেন্টারে পাঠিয়েছে সংশ্লিষ্টরা। সেখানে পরীক্ষার পর ফলাফল পাওয়া গেলে জানা যাবে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা।

আরও জানা যায়, ঘাটাইলে সন্দেহজনক তিন পুরুষ ব্যক্তির কভিড-১৯ পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ল্যাবে রোববার পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেলে জানা যাবে তাদের শরীরে করোনা ভাইরাস আছে কিনা। আগামীকাল সোমবার বা পরের দিন পরীক্ষার পর ফলাফল পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস কর্মকর্তারা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল