• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা রোধে মির্জাপুরে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কল্যাণ সংস্থা ও টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে কুমুদিনী কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রেসক্লাব মির্জাপুর, বণিক সমিতি, রিপোটার্স ইউনিটিসহ মির্জাপুরের বিভিন্ন সামাজিক সংগঠনে কর্মরতদের স্বাস্থ্য সুরক্ষায় ১ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এদিকে বিকেলে প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি জাহাঙ্গীর হোসেন সম্পাদক এরশাদ মিঞার হাতে কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় সাবান, মাস্ক ও লিফলেট তুলে দেন জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল।

এসময় তার সঙ্গে ছিলেন মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সহসভাপতি আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ। পরে তারা মির্জাপুর পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন।

কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ ভৌমিক জানান, তাদের পক্ষ থেকে এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এদিকে জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল জানান, জেলা পরিষদের পক্ষ থেকে তাঁর ওয়ার্ডে ৩শ সাবান, মাস্কসহ সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল