• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা রোধে মির্জাপুর উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

দিনদিন বেড়ে চলেছে করোনার প্রর্দুাভাব ও মৃত্যুর হার। টাঙ্গাইলের মির্জাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) করোনার কঠিন মূহুর্তে মানুষকে সতর্কীকরনের জন্য প্রতিদিন যৌথভাবে অভিযান চালাচ্ছেন শহর ও হাটবাজারসহ বিভিন্ন স্থানে।

এরইধারাবহিকতায় আজ বৃহস্পতিবার উপজেলার গোড়াই শিল্প এলাকাসহ উপজেলার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা প্রশাসন মাইকিং এর মাধ্যমে জনগণকে সতর্ক ও সচেতন করাসহ মাস্ক বিতরণ করেন। অপরদিকে মাস্ক পরিধান না করায় ৬জনকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করেন উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এবং সহকারী কমিশনার(ভূমি) মীর্জা জুবায়ের হোসেন বলেন, বাংলাদেশে প্রতিদিন করোনায় মৃত্যুর সংখা ও আক্রান্তের সংখ্যা বাড়তেছে। করোনা ভাইরাস মানুষের মাঝে যাতে দ্রুত ছড়াতে না পারে এবং স্ব্যাস্থবিধি মেনেচলে এ সতর্কীকরনের জন্য এ কঠোর পদক্ষেপ চালু করেছি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল