• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা রোধে ঘাটাইলের রাস্তায় সেনাবাহিনী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাস রোধে মাঠে নেমে কাজ করছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) ঘাটাইলের বিভিন্ন জায়গায় সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। সে সময় তারা সচেতনতায় মাইকিং করে। এ সময় চার দোকান মালিককে দোকান খোলা রাখার জন্য জরিমানা করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ বিকালে ঘাটাইলের পর্যন্ত হামিদপুর বাজার, পৌর বাজার, ঝরকা ও ধলাপাড়া বাজারে সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে নির্ধারিত বিধিনিষেধ আমান্য করে দোকান খোলার অপরাধে চার দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার এ জরিমানা করেন।

সে সময় তিনি বলেন, সবাইকে স্ব স্ব অবস্থান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ করা হলো।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার আরও বলেন, আমরা ঘরের বাইরে থেকে আপনি, আপনার পরিবার ও প্রিয় দেশকে রক্ষার জন্য করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা নিজ নিজ বাড়িতে অবস্থান করে আমাদের যুদ্ধকে স্বার্থক করুন। আমাদের সহায়তা করুন। আপনার একটু সতর্কতা ও সচেতনতাই পারে আপনি, আমি, প্রতিবেশী ও প্রিয় স্বদেশকে রক্ষা করতে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল