• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা ভাইরাসের থাবা এবার মিয়ানমারে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

প্রাণঘাতি করোনা ভাইরাসের আতঙ্কে ত্রস্ত পুরো বিশ্ব। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। এখন পর্যন্ত দুজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

 

সোমবার দেশটির স্বাস্থ‌্য মন্ত্রণালয় জানিয়েছে, ২১৪ জনকে পরীক্ষার পর মিয়ানমারের দুই নাগরিকের শরীরে করোনা পাওয়া গেছে। এর মধ্যে একজনের বয়স ৩৬ বছর, তিনি যুক্তরাষ্ট্র থেকে এসেছেন। আরেকজন ২৬ বছর বয়সী, বাহরাইন থেকে এসেছেন। তাদের সংস্পর্শে যারা ছিলেন, তাদের সবাইকে নজরদারিতে রাখা হবে।

 

করোনায় আক্রন্তের পর মিয়ানমারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে, কারণ ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের সঙ্গে ২১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে দেশটির। এদিকে বিশেষজ্ঞরা সরকারের পদক্ষেপকে ‘খামখেয়ালি’ বলে উল্লেখ করেছে হিউম‌্যান রাইটস ওয়াচ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল